রোহিঙ্গার নির্যাতন বন্ধে জাতিসংঘের ব্যবস্থা নেয়া উচিত: আইনমন্ত্রী
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে অতি সত্বর জাতিসংঘের একটি ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, বিশ্ববাসীরও এ বিষয়ে নজর দেয়া উচিত।
চলন্ত বাসে ধর্ষণের পর রূপা খাতুনকে হত্যার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে মুহূর্তে আদালতে জমা দেয়া হবে, তখন থেকেই ত্বরিত গতিতে যেন এর বিচার কার্যক্রম শুরু করা যায় তার ব্যবস্থা আছে সেজন্য প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে।